Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবার মৃত্যুর ১৪ বছর পর একই স্থানে সন্তানের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ১২ জুন ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পূর্বসূরির পর উত্তরসূরির চলে যাওয়াটা কখনো কখনো এভাবে এক বিন্দুতে মিলে যায়। শুধু অবিশ্বাস্য বললে কম হবে, এ যেন রীতিমতো এক বিস্ময়কর ঘটনা।

আজ থেকে ১৪ বছর আগে যে স্থানে সড়ক দুর্ঘটনায় এক সৌদি নাগরিক মারা যান, ঠিক সেখানেই তার ছেলে নিহত হয়েছেন!

নিহতের চাচার বরাত দিয়ে সৌদি আরবের জনপ্রিয় আরবি পত্রিকা ইরেম নিউজ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই যুবক সীমান্তরক্ষী বাহিনীতে চাকরি করতেন। দুর্ঘটনার সময় তিনি ডিউটিতেই ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জাজান শহরের আল খসল এলাকায় ভারী বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সরকারি গাড়িটি উল্টে যায়।

সৌদি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাম্বুলেন্স নিয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুমূর্ষু অবস্থায় পৌঁছে যান ওই যুবক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

 

Bootstrap Image Preview