Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজেপির দাঙ্গাবাজি রুখতে জেলে যেতেও রাজি মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ১২ জুন ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview


দিল্লির মসনদে বসা ভারতীয় জনতা পার্টির (বিজেপির) দাঙ্গাবাজি রুখতে যদি জেলে যেতে হয় তাতেও রাজি আছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বিজেপি সভাপতি অমিত শাহের মিছিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার কলকাতার হেয়ার স্কুলের মাঠে বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা। বক্তব্যে তিনি বলেন, ‘আমি দাঙ্গাবাজদের ভালোবাসি না। তাতে যদি আমাকে জেলে যেতে হয়, কী যায় আসে? বাংলাকে গুজরাট বানাতে দেবো না।’

মমতা বলেন, ‘এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) তারই মিছিল ছিল সে দিন। কেন তিনি সেদিন বিশৃঙ্খলা করলেন? কেন বিদ্যাসাগরের মূর্তি ছুড়ে ফেলে দিয়েছিলেন? সব তথ্যপ্রমাণ আছে আমাদের কাছে। আপনারাই করেছেন সব।’

গেরুয়া শিবিরের লোকজনকে ‘ফেট্টিবাঁধা দুষ্কৃতীকারী’ মন্তব্য করে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী আরও বলেন, ‘সবার দ্বারা গেরুয়া হয় না। যারা গেরুয়াকে সম্মান দিতে পারে তারাই তা পরার যোগ্য।’

এ সময় প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘বিজেপি সব কটি সংস্থাকে কিনে নিয়েছে। বিচারালয় নিয়েও আমি কিছু বলছি না। যে যে জায়গায় বিচার পাওয়া দরকার, সবই যদি বন্ধ হয়ে যায়, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে?’

অনুষ্ঠানে মমতা অভিযোগ করে বলেন, ‘রাজ্যে ১৮টি আসন পেয়েছে বিজেপি। এই ‘শক্তি’ পাওয়ার আগে থেকেই বিজেপি রাজ্যে গোলমালের চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা তা হতে দেবো না। আমরা ক্ষমতায় এসে কিন্তু কার্ল মার্ক্স, লেনিনের মূর্তি ভাঙিনি।’

Bootstrap Image Preview