Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চালিয়ে দেখার কথা বলে ১৯ কোটি টাকার গাড়ি নিয়ে পালালো চোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview


বিজ্ঞাপন দেখে গাড়ি কিনতে এসেছে এক ক্রেতা। গাড়ি দেখে ক্রেতা বেজায় খুশি। তবে কেনার আগে গাড়িটি একটু চালিয়ে দেখতে চান ওই ক্রেতা। গাড়ির মালিক সরল মনে চাবি দেন। এরপর চাবি পেয়ে মালিকের চোখের সামনে দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায় ওই ক্রেতা। গাড়িটির বাজার মূল্য প্রায় ১৯ কোটি টাকা। এ ঘটনা ঘটেছে জার্মানিতে।

জার্মান সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনব এমন চুরির ঘটনা ঘটেছে ডুসেলডর্ফ শহরে। কোনও ধরনের চিহ্ন রেখে না যাওয়া ওই চোরকে এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

১৯৮৫ সালের মডেলের দুর্লভ ওই ফেরারি গাড়িটি এক সময় ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের মালিকানায় ছিল। গাড়িটির বর্তমান মূল্য ২ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিনটেজ হিসেবে চিহ্নিত এই গাড়ির দাম দেখে মালিক ঠিক করেছিল বিক্রি করে দেবেন। বিজ্ঞাপন দেখে ওই গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে সেই ব্যক্তি।

এরপর ওই ব্যক্তি গাড়ি দেখার করে পরীক্ষামূলকভাবে চালাতে চান তিনি। গ্রাহক যখন চালকের আসন ঠিক করছিলেন, তখন বাইরেই দাঁড়ানো ছিলেন মালিক। এক পর্যায়ে হুট করে গাড়ি চালিয়ে উধাও হয়ে যায় সেই লোক।

বিপদ বুঝতে পেরে মালিক খবর দেন পুলিশকে। তদন্তে নামলেও চোরের লাগাল মেলেনি। গাড়ি নিয়ে পালানোর সময় কোনও চিহ্ন পর্যন্ত রেখে যায়নি ওই ব্যক্তি।

Bootstrap Image Preview