Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ফের বিতর্কে ফেসবুক, ৬০ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


ফেসবুকের মতো একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রযুক্তি নিরাপত্তাব্যবস্থা অনেক শক্তিশালী হবে বলেই মনে করেন অনেকে। কিন্তু ফেসবুকের কর্মকর্তারা  ফেসবুক ব্যবহারকারীদের ভেতরকার কথাবার্তা ফাঁস হওয়া ঠেকাতে পারেননি। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস হয়েছে।

জানা  যায়, চলতি বছরের জানুয়ারিতে নিয়মমাফিক সুরক্ষা পর্যালোচনার সময় ফেসবুক কর্তৃপক্ষ দেখেন, সংস্থার ইন্টারনাল স্টোরেজ সিস্টেমে কোটি কোটি ইউজারের পাসওয়ার্ড সহজেই দেখা যাচ্ছে। সার্ভারে তা সাংকেতিকভাবে জমা থাকার কথা থাকলেও দেখা গেছে, তা রয়েছে সাধারণ টেক্সট হিসেবে। ফলে তা সহজেই পড়া যাচ্ছে।

এই বিষয়ে সংস্থার ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি ও প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো কানাহটি বলেন, আমাদের লগইন সিস্টেম এমনভাবে ডিজাইন করা, যেন তা প্রতিটি পাসওয়ার্ডকে ঢেকে রাখা যায়। ফলে তা কোনো ভাবেই পড়া যায় না। সাধারণ টেক্সট হিসেবে পাসওয়ার্ডগুলো দেখা যেতেই নড়েচড়ে বসেন তারা।

তিনি আরও বলেন,৬০ কোটির মতো ব্যবহারকারীর পাসওয়ার্ড ফেইসবুকের অভ্যন্তরীণ সার্ভারে এমনভাবে ছিল যে চাইলেই সেগুলো তাদের ২০ হাজারের মতো কর্মীর যে কেউ দেখতে পারতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেসবুকের এক কর্মী বলেন, ফেসবুক কর্মীরা এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যা দিয়ে ইন্টারনাল সার্ভারে ওই আনক্রিপটেড পাসওয়ার্ডগুলো সাধারণ টেক্সট হিসেবে জমা করা যায়। এর পরই সুরক্ষার ব্যর্থতা নিয়ে একাধিক অন্তর্তদন্ত শুরু করে ফেসবুক।তবে পুরো বিষয়টি সামলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন পেদ্রো। তার কথায়, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যাতে দেখা গেছে, ওই ডেটাগুলোর অপব্যবহার হয়েছে।

পেদ্রোর ভাষ্যমতে, কয়েক কোটি ফেইসবুক লাইট ব্যবহারকারী, লাখ লাখ ফেইসবুক ব্যবহারকারী এবং হাজার হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড এভাবে উন্মুক্ত হয়ে পড়েছিল।এসব গ্রাহককে বিষয়টি জানানো হবে। তবে পাসওয়ার্ড অন্য কেউ দেখে ফেলেছে এমন কোনো প্রমাণ পেলে তবেই ব্যবহারকারীকে তা বদল করতে বলা হবে।

Bootstrap Image Preview