Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৃহদেহটি ছিল সালার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


১৩ দিন নিখোঁজ থাকার পর গেল রবিবার খোঁজ পাওয়া যায় দুর্ঘটনাগ্রস্থ সালার বিমানের ধ্বংসাবশেষ। সেসময়ই ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেন ব্রাঞ্চ (এএআইবি)-এর তরফে জানানো হয়ছিল সমুদ্রের নিচে সন্ধান মিলেছে সালাকে বহনকারী বিমানের এবং বিমানের ভেতরে আটকে আছে একটি মৃতদেত। তবে সমুদ্রে নিচের পরিবেশ অনুকূলে না থাকায় উদ্ধার করা যায়নি দেহটি। আজ অবশেষে উদ্ধার করা হলো দেহটি। জানা গেল মেৃতদেহটি আর কারো নয় ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্টাইকারএমিলিয়ানো সালার। 

এক বিবৃতিতে এএআইবি জানিয়েছে, ''আমরা সফলভাবে মৃতদেহটি উদ্ধার করতে পেরেছি। সেটি সালার পরিবারকে জানানো হয়েছে। তবে বিমানের ধ্বংসাবশেষ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হয়েছে।'' 

প্রসঙ্গত, ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলেছেন সালা। চলতি মৌসুমের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২১ জানুয়ারি নন্ত্যে থেকে কার্ডিফে উদ্দেশে রওনা হয়েছিলেন সালা। কিন্তু মাঝপথেই এমন করুণ পরিণতি হল তাঁর। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে ইংলিশ চ্যানেলের গার্নসি দ্বীপ পার করার মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে সালাদের সেই বিমান। পরে জানা যায়, ইংলিশ চ্যানেলের গুয়ের্নসে ও ডেভন উপকূলবর্তী এলাকার মাঝে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। 

Bootstrap Image Preview