Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেলানিয়া ট্রাম্পের খবর ছেপে ক্ষমা চাইলো টেলিগ্রাফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview


মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ। শুধু তাই নয়, পর্যাপ্ত ক্ষতিপূরণও দিতে রাজি হয়েছে পত্রিকাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে গত সপ্তাহে একটি নিবন্ধ প্রকাশ করে তারা। ‘দ্য মিস্টরি অব মেলানিয়া’ শিরোনামে গত শনিবার টেলিগ্রাফ ম্যাগাজিনের প্রথম পাতায় ছাপা হয়।

সেখানে পত্রিকাটি দাবি করে, ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পূর্ব পর্যন্ত মডেলিং পেশায় থিতু হতে হিমশিম খাচ্ছিলেন মেলানিয়া। এটাকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে পত্রিকাটির বিরুদ্ধে মামলা ঠুকে দেন মেলানিয়া। এর পরই সুর পাল্টায় পত্রিকাটি।

এক সপ্তাহ পর শনিবার এক বিজ্ঞপ্তিতে পত্রিকাটি বলেছে, মেলানিয়াকে নিয়ে ওই প্রতিবেদনটি প্রকাশ করা উচিত হয়নি। তারা আরও বলেছে, ‘ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার বহু আগেই নিজের মডেলিং পেশায় সফলতা অর্জন করেন মেলানিয়া। স্বামীর সহযোগিতা ছাড়াই তিনি একজন সফল মডেল হয়ে ওঠেন। এ ছাড়া মেলানিয়ার মামলার খরচ ছাড়া অন্যান্য ক্ষতিপূরণ দিতেও সম্মত হয়েছে টেলিগ্রাফ। 

Bootstrap Image Preview