Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক অচলাবস্থার অবসান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview


অবশেষে অবসান হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ প্রশাসনিক অচলাবস্থার। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে চালু করতে রাজি হয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম চলবে।

শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দুপুরে দেওয়া ভাষণে সমঝোতার কথা ঘোষণা দেন ট্রাম্প। সন্ধ্যায় সিনেট ও প্রতিনিধি পরিষদ পরিকল্পনাটি কণ্ঠভোটে পাস করে। পরে উভয় কক্ষই মুলতবী ঘোষণা করা হয়।

সমঝোতার ঘোষণায় ট্রাম্প বলেন, ‘শক্তিশালী দেয়াল বা স্টিলের ব্যারিয়ার নির্মাণের বাইরে সত্যিই আমাদের আর কোনও উপায় নেই। কংগ্রেস যদি কোনও যথাযথ চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সরকার আবারও অচলাবস্থায় পড়বে। অথবা আমি এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করব।’

Bootstrap Image Preview