Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সঙ্খ্যা বেড়ে ৫৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:০২ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:০২ AM

bdmorning Image Preview


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বৃদ্ধির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলাওয়াসি প্রদেশে বর্ষণ পরবর্তী প্রাকৃতিক এ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রাণহানির সংখ্যা ৩০ জানানো হলেও দ্রুতই তা দ্বিগুন হয়ে যায়। যদিও এরইমধ্যে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ সুলাওয়াসি দুর্যোগ প্রশমণ সংস্থার প্রধান সিয়ামসিবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, আমি এ ধরনের বাজে অভিজ্ঞতার মুখোমুখি এর আগে হইনি, এটি অত্যন্ত ভয়ঙ্কর। এখনো অন্তত ২৫ জন মানুষ নিখোঁজ থাকার তথ্য জানান তিনি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গোয়া জেলা, এখানে অন্তত ৪৪ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

প্রবল বর্ষণ ও তীব্র বাতাসের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে হেলিকপ্টারে করে জরুরি ত্রাণ পাঠাতে হচ্ছে। এছাড়া বন্যাদুর্গত এলাকা থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে স্কুল, মসজিদ ও তাঁবু টানিয়ে নিরাপদে রাখা হয়েছে। 

Bootstrap Image Preview