Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview


বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প বলে গুঞ্জন শুনা যাচ্ছে ওয়াশিংটনে। 

শুক্রবার ব্রিটিশ সংবাদমাদ্যম গার্ডিয়ান ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম এএফপি।

ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে জানা যায়, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্টের সম্ভাব্য তালিকায় ট্রাম্পকন্যা ইভাঙ্কার নাম বাদেও রয়েছে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত নিকি হ্যালির নাম।

সদ্য বিদায়ী দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত সোমবার হঠাৎ করেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন। মেয়াদ শেষ হওয়ার তিন বছরেরও বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন। এরা আগেও পাঁচ বছর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।

জিম ইয়ং কিমের পদত্যাগের পর মার্কিন রাজনীতির বাতাসে শোনা যাচ্ছে এই গুঞ্জন। অনেকে ধারণা করছেন, ডোনাল্ড ট্রাম্প এবার বিশ্বব্যাংকের দায়িত্ব অর্পন করবেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটার ইভাঙ্কা ট্রাম্পের হাতে। অবশ্য মার্কিন অর্থবিভাগ বলছে, সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চায় না তারা।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখেন একমাত্র মার্কিন পেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। 

বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষিদ থেকে গত বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী মাসের শুরু থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হবে এবং এপ্রিলের মাঝামাঝিতে বিশ্বব্যাংকের নতুন প্রধানের নাম ঘোষণা করা হবে।

Bootstrap Image Preview