Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোল ব্যবধানে নক আউট পর্বে জায়গা পেলো টটেনহ্যাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview


বার্সার বিরুদ্ধে টান টান উত্তেজনার ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের নটআউটে চলে গেল টটেনহ্যাম হটস্পার৷ ইন্টার মিলানের সঙ্গে নেক টু নেট লড়াই ছিল টটেনহ্যামের৷ মঙ্গলবার রাতে দুটি ভিন্ন ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট দাঁড়ায় আট৷ তবে বেশি গোল করায় শেষ ষোলোর টিকিট পেল হ্যারিরা৷ এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। 

প্রথমার্ধের শুরুর সাত মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন দেম্বলে৷ দ্বিতীয়ার্ধের ঘড়ির কাঁটা শেষের দিকে সময় ঘনিয়ে আসতে সবাই যখন ধরে নিয়েছে এই ম্যাচ টটেনহ্যামের হাতের বাইরে, সেসময়ই লুকাস মৌরার গোলে প্রত্যাবর্তন৷ ৮৫ মিনিটে হ্যারি কেনের ঠিকানা লেখা পাসে দিশা গিয়ে গোল করে যান লুকাস৷ এই গোলই চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে ফেরালো টটেনহ্যামকে৷

নটআউটে পৌঁছনোর জন্য হ্যারি কেনদের কাছে কার্যত এটাই ছিল শেষ সুযোগ৷ গ্রুপের শেষ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল তারা৷ ম্যাচ শুরুর আগে টটেনহ্যামের ঝুলিতে ছিল ৭ পয়েন্ট৷ অন্যদিকে সমসংখ্যাক পয়েন্ট ঝুলিতে নিয়ে টটেনহ্যামের মতোই লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মিলান৷ পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে ৭৩ মিনিটে গোল করে ম্যাচ ড্র করে ইন্টার৷ ফলে আট পয়েন্টের দখল নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে যাওয়ায় দাবী জোরালো করে ইন্টার৷ শেষ পর্যন্ত অবশ্য সব সমীকরণ পাল্টে দিল টটেনহ্যাম৷

৮৫ মিনিটে লুকাসের গোলে ম্যাচ ড্র করে বার্সার সঙ্গে পয়েন্টে ভাগ বসায় ব্রিটিশ ক্লাব৷ মহামূল্যবান এই এক পয়েন্ট তুলে নেওয়ার ফলে ম্যাচ থেকে হ্যারি কেনদের পয়েন্ট দাঁড়ায় ৮৷ গ্রুপ পর্বের শেষে ইন্টার ও টেটেনহ্যামের দুই দলের পয়েন্ট ৮ ও গোল পার্থক্য এক হলেও গোল করার বিচারে এগিয়ে থাকায় শেষ ষেলোর টিকিট পায় হটস্পার৷ অন্যদিকে ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে গেল বার্সেলোনা৷

Bootstrap Image Preview