Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানই বিজয়ী, ট্রাম্প হেরে গেছেন: ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview


দুই বছরে ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে ১১ বার পদক্ষেপ নিয়েও ব্যর্থ মার্কিন সরকার। তেহরান প্রত্যেকবারই ওইসব পদক্ষেপ নাকচ করে দিয়েছে। আজ ইরানই বিজয়ী এবং ট্রাম্প হেরে গেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ কথা বলেছেন।

হাসান রুহানি আরও বলেছেন, গত বছরে মার্কিন সরকার ৮ বার সরাসরি এবং চলতি বছরে তিন বার পরোক্ষভাবে আলোচনায় বসার আবেদন জানায়, কিন্তু ইরানি জনগণের মর্যাদার আলোকে আমরা এইসব প্রস্তাবে সাড়া দেইনি। মার্কিন সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত ওই চুক্তি থেকে ওয়াশিংটনকে বের করে নেয়ার পাশাপাশি ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবকে দুর্বল করার আশায় ইসলামী এই দেশটির ওপর অতীতের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন।

গত মে মাসে ইরানের পরমাণু বিষয়ের আন্তর্জাতিক এক সমঝোতা-চুক্তি থেকে মার্কিন সরকার বেরিয়ে যাওয়ার পর তেহরান-ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মার্কিন সরকারকে সম্ভাব্য নতুন তেল-নিষেধাজ্ঞার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের তেল বিক্রি বা রপ্তানিতে বাধা দেয়া হলে এ অঞ্চল থেকে কোনো দেশের তেল রপ্তানি করতে দেয়া হবে না।

Bootstrap Image Preview