Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৫ ফিলিস্তিনিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫ ফিলিস্তিনি ও এক ইসরাইলি নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন গাজায় হামাসের সামরিক আদালত। এদের মধ্য ৫ ফিলিস্তিনিকে ফাঁসিতে ঝুলিয়ে এবং ইসরাইলের নারী গুপ্তচরকে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়া হয়েছে।

এ ছাড়া একই অভিযোগে আরও ৮ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজার ওই সামরিক আদালত।

গত ১১ নভেম্বর ইসরাইলের গোয়েন্দা বাহিনীর একটি বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে চলন্ত গাড়ি থেকে গুলি করে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার শেখ নূর বারাকাকে হত্যা করে।

ওই ঘটনা কেন্দ্র করে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গ্রুপ হামাস ২০১৪ সালের যুদ্ধের পর ইসরাইলের সঙ্গে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়িয়ে পড়ে। হামাসের একটি গাইডেড মিসাইল ইসরাইলের একটি সেনাসদস্য ভর্তি গাড়ি গুঁড়িয়ে দিলে তিন দিন পর ১৩ নভেম্বর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

Bootstrap Image Preview