Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকা চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে: বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫২ PM

bdmorning Image Preview


দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কারণে বেইজিং কঠোর ভাষায় আমেরিকার সমালোচনা করেছে। চলতি সপ্তাহে এ নিয়ে আমেরিকা দক্ষিণ চীন সাগরের চীনা পানিসীমায় দ্বিতীয়বার যুদ্ধজাহাজ পাঠালো।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,  বিনা অনুমতিতে দক্ষিণ চীন সাগরে ইউএসএস চ্যান্সেলর্সভাইল যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা এবং এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বেইজিং।

চীনা সামরিক বাহিনী এক বিৃতিতে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজরদারি করার জন্য বেইজিং যুদ্ধজাহাজ ও বিমান পাঠিয়েছে এবং ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছে।

দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জে যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা। ওই এলাকাকে চীন নিজের পানিসীমা মনে করে। এ নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে। আমেরিকা মাঝে মধ্যেই ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠায় তবে চীন বরাবরই প্রতিবাদ করে আসছে। বেইজিং সবসময় বলছে, আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়ে চীনা সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

Bootstrap Image Preview