Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় থাকছে ভিডিও রেফারিং প্রযুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ PM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে এবার ব্যবহার হতে চলেছে ভিএআর প্রযুক্তি৷ ক্রুটিহীন সিদ্ধান্ত নিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচেগুলিতে সহকারী ভিডিও রেফারির সাহায্য নিতে পারবেন মাঠের রেফারিরা৷নতুন বছরের ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্ব শুরু হচ্ছে৷ সেখানেই ভার প্রযুক্তির ব্যবহার করতে চায় উয়েফা৷

চ্যাম্পিয়ন্স লিগে পরের মৌসুমে পাকাপাকিভাবে গ্রুপ পর্বের ম্যাচ থেকে এই প্রযুক্তির ব্যবহার করার কথা ছিল৷ চলতি টুর্নামেন্টে মাঠের রেফারিদের বেশ কিছু সিদ্ধান্তের ভুল চোখে পড়ায় এবছরের নকআউট পর্বে ভিএআর-এর ব্যবহার শুরু করছে উয়েফা৷

রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিটেন্ট রেফারি সিস্টেম দারুণভাবে সফল হওয়ার পরও ভিএআর-কে আপন করেনি উয়েফা৷ চ্যাম্পিয়ন লিগে এই প্রযুক্তি পরখ করে নেওয়ার উপযুক্ত মঞ্চ হলেও ইউরোপীয় ফুটবলের গর্ভনিং বডি সেপথে হাঁটেনি৷

উল্লেখ্য নির্ভুল সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিশ্বকাপে দারুণভাবে কাজ করেছে ভার প্রযুক্তি৷ পেনাল্টি হওয়া থেকে হ্যান্ডবল, বিভিন্ন ক্ষেত্রে সহকারী রেফারির থেকে সহকারী ভিডিও রেফারির সাহায্য পেয়েছেন মাঠের রেফারিরা৷

অন্যদিকে প্রিমিয়র লিগে পরের মৌসুম থেকে চালু হচ্ছে ভিএআর প্রযু্ক্তি৷ শুধু প্রিমিয়রেই নয় বুন্দেশলিগা, লা-লিগার মতো টুর্নামেন্টেও পরের মৌসুম থেকে দেখা যাবে ভিএআর কে৷

চলতি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রেফারির ভুলে জুভেন্টাসের তরকা ফটবলার রোনালদোর বিরুদ্ধে পোনাল্টির সিদ্ধান্ত যায়৷ ফলে রোনালদোকে লাল-কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল৷ পরবর্তী সময়ে রোনালদোর বিরুদ্ধে যাওয়া এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে৷

Bootstrap Image Preview