Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিগ ওয়ানে প্রথম ধাক্কা খেলো পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview


লিগ ওয়ানে ১৪ ম্যাচ পর জয় বঞ্চিত হলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রবিবার রাতে লিগ ওয়ানে বোর্ডেক্স বিপক্ষে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের গোলের পরও ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। প্রতিপক্ষের মাঠে এ ড্রয়ের মধ্য দিয়ে লিগে এবারের মৌসুমে প্রথম পয়েন্ট হারাল পিএসজি।

ম্যাচের ৩৪ মিনিটে স্বদেশি তারকা দানি আলভেজের পাস থেকে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। লিগে এবারের মৌসুমে এটি তার ১১তম গোল। এর কিছু সময় পর দ্বিতীয় গোলের দেখা পেতে পারতেন কিন্তু ম্যাচ রেফারি গোলটি দিতে অস্বীকৃতি জানান। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় পিএসজি।

বিরতির পর সমতায় ফেরে বোর্ডেক্স। ম্যাচের ৫৩ মিনিটে জিমি ব্রিয়ার গোলে সমতা ফেরান ফরাসি তারকা জিমি ব্রিয়া। পিএসজির দ্বিতীয় বারের মতো লিড এনে দেন ফরাসি তারকা এমবাপ্পে। ম্যাচের ৬৬ মিনিটে এগিয়ে তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

তবে উত্তের্জনাপূর্ণ এ ম্যাচে পিএসজির শিবিরে ভেদ করে বোর্ডেক্সকে সমতায় ফেরান স্বাগতিক দলের কর্নেয়াস।ম্যাচের ৮৪ মিনিটে গোল করলে ২-২ আসে ম্যাচে।বাকি সময়ে আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়ে তাদের।

লিগে ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকলো পিএসজির পয়েন্ট ৪৩। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোঁপেলিয়ে। 

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে নেইমারের ইনজুরি নিয়ে বেশি চিন্তায় পিএসজি। ম্যাচের ৫৭ মিনিটে পায়ের সমস্যার কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন বার্সেলোনার সাবেক তারকা। তার বদলি হিসেবে জার্মান স্ট্রাইকার এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।

মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে টানেল দিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান নেইমার। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসাও নিতে দেখা গেছে। ম্যাচ শেসে জানানো হয়েছে নেইমারের ইনজুরি গুরুতর।

Bootstrap Image Preview