Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধ হলো শ্রীলংকার মন্ত্রীদের বেতন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলংকার মন্ত্রীদের বেতন ও ভ্রমণ ব্যয় বন্ধ করে দিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। কিন্তু কীভাবে এটা বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরকারের ওপর প্রভাব ফেলবে- তা পরিষ্কার না।

শুক্রবার দেশটির পার্লামেন্ট এ প্রস্তাব পাস হয়।

মূলত বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের প্রশাসনকে বাধাগ্রস্ত করতেই এমন প্রস্তাব তোলা হয়েছিল। রাজাপাকসের সমর্থকরা এ ভোট বর্জন করেন।

২২৫ সদস্যের পার্লামেন্টে ১২২-০ ভোটে এ প্রস্তাবটি পাস হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দ কমাতে এমন একটি ভোট হয়েছিল।

রাজাপাকসের সমর্থকরা বলছেন, পার্লামেন্টের এ ভোট অবৈধ। তারা স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

গত মাসে বিক্রমাসিংহেকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট সিরিসেনা। প্রেসিডেন্টের এ সিদ্ধান্তে শ্রীলংকায় গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। যদিও পৃথিবীর কোনো দেশ শ্রীলংকার নতু সরকারকে স্বীকৃতি দেয়নি।

পার্লামেন্টের স্পিকার কেরু জয়সুরিয়া বলেন, মন্ত্রী খরচ কাটছাঁটের এই প্রস্তাব পাশ করা হয়েছে। এখন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বিষয়টি অবহিত করবেন বলে জানিয়েছেন।

এ প্রস্তাব বিশেষভাবে মন্ত্রীদের বেতন ও ভ্রমণ ব্যয় পরিশোধ করা থেকে সরকারি কর্মকর্তদের বিরত রাখতে পাশ করা হয়েছে।

Bootstrap Image Preview