Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেওবন্দ 'সন্ত্রাসের পীঠস্থান': বিজেপি নেতা গিরিরাজ সিং

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


‘জানি না দেওবন্দ শিক্ষার মন্দির না সন্ত্রাসের মন্দির। হাফিজ সাঈদ ও বাগদাদি এখানকারই। এখানে মানবকল্যাণের পাঠ দেয়া হয় নাকি মানব নিধনের শিক্ষা দেয়া হয়? কারণ, বাগদাদি মানুষ নিধন করছে। অন্যদিকে, হাফিজ সাঈদ ২৬/১১তে ভারতে সেটাই করেছে। এরা দু’জনেই দেওবন্দের শিক্ষার্থী ছিলেন এমনটাই লোকে আমাকে জানিয়েছে। আমি এজন্য মনে করি এটা শিক্ষার মন্দির নয়, সন্ত্রাসের মন্দির।’

ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে 'সন্ত্রাসের পীঠস্থান' বলে এভাবে মন্তব্য করেছেন কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং।

জমিয়ত দাওয়াতুল মুসলেমিনের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট আলেম ক্বারী ইসাহাক গৌড়া বলেছেন, ‘দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে ভিত্তিহীন ও নিম্নমানের অভিযোগ আরোপ করা দেশের দায়িত্বশীল কোনো মন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। এধরণের বিবৃতি তাঁর খারাপ মানসিকতার ফল। তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। গিরিরাজ সিং মাদ্রাসায় থেকে শিক্ষা নিয়ে দেখুন কী ধরণের শিক্ষা এখানে দেয়া হয়।’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম আজ (বৃহস্পতিবার) রেডিও তেহরানকে বলেন, ‘মাননীয় মন্ত্রী যে কথা বলেছেন, বাস্তবের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। দারুল উলুম দেওবন্দ স্বাধীনতা সংগ্রামী তৈরি করার প্রতিষ্ঠান। মূলত সমস্যা হয়েছে বর্তমানে যারা বিজেপি-আরএসএসের কর্মকর্তা এদের ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান নেই। স্বাধীনতা সংগ্রামে ওঁদের কোনও অবদান নেই।

তিনি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দের লড়াই বিশ্বখ্যাত। সারা পৃথিবীতে দারুল উলুম দেওবন্দ এ ব্যাপারে সুনাম ও খ্যাতি অর্জন করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে ফতোয়া দারুল উলুম দেওবন্দ দিয়েছে। এসব তো খব সাম্প্রতিক ঘটনা। সেগুলকে বিকৃত করে মাননীয় মন্ত্রী বক্তব্য রেখেছেন ভারতের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবদের চরিত্র হনন করার উদ্দেশ্যে। মানুষ দারুল উলুম দেওবন্দকে জানে, তার কর্মকাণ্ডকে জানে। দারুল উলুম দেওবন্দের দরজা, তার সদর গেট সবসময় খোলা থাকে সেখানে গোপনীয়তার কোনও জায়গা নেই। সেখানে সমস্ত ধর্মের মানুষদের যাতায়াতের উদার আহ্বান আছে।’

অল ইন্ডিয়া জমিয়ত রাজপুতের সভাপতি মাওলানা ক্বারী মুস্তাফা বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীর মানসিক ভারসাম্য ঠিক নেই এজন্য তাঁকে ভালো চিকিৎসকের কাছে নিজের চিকিৎসা করানো উচিত।’ তিনি বলেন, ‘বিজেপি এসব লোকেদের উৎসাহ দিয়ে দেশকে বিভক্ত করে ধ্বংস ও বরবাদ করতে চাচ্ছে।’

Bootstrap Image Preview