Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্দিশিবির থেকে শিশুদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১২:০২ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১২:০২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত দ্বীপরাষ্ট্র নাউরুর বন্দি শিবিরে থাকা শিশুদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক চাপের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি। অবশ্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বেতার সাক্ষাৎকারে জানিয়েছেন, কয়েকদিন ধরেই শিশুদের সরিয়ে নেয়ার কাজ চলছে৷

উন্নত জীবনের আশায় যারা সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করেন, তাদের মাঝপথেই আটক করে নাউরুতে বন্দি করে রাখে অস্ট্রেলিয়া৷ এই অভিবাসনপ্রত্যাশীরা যেন অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত পৌঁছাতে না পারে, সেজন্য নাউরু ও মানাউসে বন্দি শিবির খুলেছিল অস্ট্রেলিয়া৷

এসব বন্দি শিবিরে আটকদের দুরবস্থার উল্লেখ করে সেগুলো বন্ধের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন৷ এই সমালোচনার মুখে গত বছরের অক্টোবরে মানাউসের শিবির বন্ধ করে দেয়া হয়৷ তবে নাউরুর শিবির এখনো চালু আছে এবং সেখানে এখনো প্রায় ১,১০০ আশ্রয়প্রার্থী আছেন৷ ২০১২ সাল থেকে সেখানে মোট ৪৬ জন শিশু জন্ম নিয়েছে৷

সব মিলিয়ে একসময় নাউরুতে ২৪০ জনের বেশি শিশু ছিল৷ এখনো প্রায় ৪০ জন শিশু আছে সেখানে৷ তাদের মধ্যে কয়েক জনের জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে ‘অ্যাসাইলাম সিকার রিসোর্স সেন্টার’৷ এছাড়া অনেকের মনস্তাত্ত্বিক সমস্যাও দেখা দিয়েছে৷

নাউরুর শিশুদের অস্ট্রেলিয়ায় এনে চিকিৎসা দেয়ার ব্যাপারে দেশটির সরকারের উপর চাপ ক্রমেই বেড়ে চলেছে৷ এছাড়া সংসদের নিম্নকক্ষে অবস্থান মজবুত করতে প্রধানমন্ত্রী মরিসনের দল লিবারেল পার্টির কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থন প্রয়োজন৷ এই প্রার্থীরা সমর্থন দেয়ার আগে নাউরুর বিষয়ে একটি সমাধান চান৷

এদিকে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন বলেছেন, সরকার নাউরু থেকে শিশুদের এমন উপায়ে সরাবে যেন ‘(অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে) নৌকাযাত্রা পুনরায় শুরু না হয়’৷ তিনি বলেন, সরকার এটা আগেই পরিষ্কার করেছে যে, অভিবাসনপ্রত্যাশীদের চিকিৎসা শেষে তাদের অন্যত্র পাঠিয়ে দেয়া হবে এবং তাদের অস্ট্রেলিয়ায় থাকতে দেয়া হবে না৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনও একই কথা জানিয়েছেন৷

Bootstrap Image Preview