Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দীর্ঘ প্রতীক্ষার পর বিটেক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আবীর বসাক, বিটেক প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:০৪ PM

bdmorning Image Preview


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের কালিহাতীস্থ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তাঁর নিজ কার্যালয় 'গণভবন' এবং একই সাথে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, অনুপম শাজাহান জয় এমপি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিটেকের প্রিন্সিপাল ইঞ্জি. আব্দুল মজিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিটেকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ২০টি মন্ত্রণালয়ের ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন উপলক্ষ্যে ক্যাম্পাস অডিটোরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করে বিটেক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বস্ত্রশিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালনায় বিটেক ২০০৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে বিদ্যাপীঠটি ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চতর ডিগ্রি (বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) প্রদান করছে।

জানা যায়, অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ‘টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট’ এ ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি)’ নাম দিয়ে এর যাত্রা শুরু হয়। ২০১০ সালে বিআইটিটি নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)’ করে মন্ত্রণালয়। পরবর্তীতে ২০১১ সালের ৩ জানুয়ারি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্বে ১১.৫ একর ভূমির উপর বিটেকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০১৪'র ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চলতে থাকে। এদিকে দীর্ঘসময় পরে ক্যাম্পাসের উদ্বোধন হওয়াতে স্বভাবতই খুশি বিটেকের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আশা করছেন শীঘ্রই তিনি ক্যাম্পাস পরিদর্শনে আসবেন।

Bootstrap Image Preview