Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় মনোরম পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

মো. রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৬:২৪ PM

bdmorning Image Preview


চকরিয়ায় খুব সুন্দর মনোরম পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে (১ লা নভেম্বর) সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা  ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষা-২০১৯ শুরু হয়। এবার চকরিয়া উপজেলায় মোট জেএসসি পরীক্ষার্থী ৮৫৯৩ জন। চকরিয়া উপজেলা মোট ৭টি কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থী অনুষ্ঠিত হচ্ছে।

কেন্দ্র নং-০১ চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১৭৫৩ জন। কেন্দ্র নং-০২ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১৪৯৪ জন। কেন্দ্র নং-০৩ ডুলাহাজারা বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১১০২ জন।কেন্দ্র নং-০৪,চকরিয়া কোরক বিদ্যাপিঠ মোট পরীক্ষার্থী-১৬৭১ জন। কেন্দ্র নং-০৫ ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৬৯৯ জন। কেন্দ্র নং-০৬ চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১৩০৫ জন। কেন্দ্র নং-০৭ হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৫৬৯ জন।

চকরিয়া উপজেলায় জেডিসি পরীক্ষায় মোট ২৫৪৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। জেডিসি পরীক্ষা মোট ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্র নং-০১ শাহারবিল আনুয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী-১৬০৭ জন। কেন্দ্র নং-০২ আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা মোট পরিক্ষার্থী-৫৮৯ জন। কেন্দ্র নং-পহরছাদা দাখিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী-৩৪৯ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী হচ্ছে ২১২ জন। কারিগরি পরীক্ষার কেন্দ্র হচ্ছে কিশালয় আদর্শ শিশু নিকেতন।

চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রতন বিশ্বাস জানান, খুব সুন্দর মনোরম পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কেউ অপ্রীতিকর কোন ঘটনা গঠতে না পারে।
 
এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান বলেন, আমি চকরিয়ায় বেশ কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, কোমলতি পরীক্ষার্থীরা খুব মনযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। আমি সংশ্লিষ্ট কেন্দ্র কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি পরীক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য,যাতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা না হয়।

Bootstrap Image Preview