Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১ কেজি ওজনের ‘পান্না’ পাওয়া গেলে খনিতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্বের সবচেয়ে বেশি মহামূল্যবান সবুজ পাথর হিসেবে পরিচিত পান্না পাওয়া যায় আফ্রিকার দেশ জাম্বিয়ার খনিগুলোতে। সেখানকার একটি খনিতে এবার পাওয়া গেলে পাঁচ হাজার ৬৫৫ ক্যারেটের একটি ক্রিস্টাল পান্না। মার্কিণ গণমাধ্যম সিএনএন বুধবার এ খবর প্রকাশ করে।

সোমবার জেমফিল্ড নামে একটি প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, কানজেম অঞ্চলে তাদের একটি খনিতে এক কেজি ১০০ গ্রাম ওজনের একটি স্বচ্ছ পান্না পাওয়া গেছে।

পান্নাটির নাম দেয়া হয়েছে ‘ইনকালামু’। যার অর্থ স্থানীয় জাম্বিয়ান ভাষায় দাঁড়ায় ‘সিংহ’। নভেম্বরে সিঙ্গাপুরে নিয়ে এটি টুকরো টুকরো করে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এই পাথরটি ‘অসাধারণ স্বচ্ছ এবং একটি ভারসাম্যপূর্ণ সুবর্ণ সবুজ রঙের’।

ভূতাত্ত্বিক দেবপ্রিয় রক্ষিত ও পান্না খননকারী রিচার্ড কাপেতা ২ অক্টোবর একটি উন্মুক্ত খনিতে এই পান্নাটি খুঁজে পান।

বাজারে ব্যাপক চাহিদা রয়েছে পান্নার। পান্না খুবই দুর্লভ এবং হীরার চেয়েও মূল্যবান। বিশ্বের সবচেয়ে বেশি পান্না খনি রয়েছে জাম্বিয়া, কলম্বিয়া এবং ব্রাজিলে।

জেমফিল্ডের রত্ন বিশেষজ্ঞ ইলেনা বাসাগলিয়া বলছেন, জাম্বিয়ার উচ্চ মানের পান্নার চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে ইউরোপের বড় বড় ব্র্যান্ডগুলোর কাছে। জাম্বিয়ার পান্নার সমৃদ্ধ রঙ এবং চমৎকার স্বচ্ছতা রয়েছে।

জেমফিল্ডের খনিতে পাওয়া এটিই সবচেয়ে বড় আকৃতির পান্না নয়। এর আগে ২০১০ সালে জাম্বিয়ার একটি খনি থেকে ৬,২২৫ ক্যারেট ওজনের পান্না খুঁজে পান। পান্নাটির বিশালাকৃতির জন্য একে ‘হাতি’ নাম দেয়া হয়।

Bootstrap Image Preview