Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাককানইবিতে পর্দা নামলো ছায়াছবি উৎসবের, এওয়ার্ড পেল ৬ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো উদযাপিত হওয়া ছায়াছবি উৎসব-২০১৮ এর পর্দা নামলো।

বুধবার (৩১ অক্টোবর) উৎসবের দ্বিতীয় দিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অর্পনা আউয়াল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, চিত্রনায়ক ফারুখ, চলচ্চিত্রকার দীপংকর দীপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের বিভাগীয় প্রধান জুনাইদ আহমেদ হালিম ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অবন্ত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর,অভিনেতা ও শিক্ষক মনোজ কুমার প্রামাণিক।

আলোচনা শেষে জমাকৃত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ৬টি ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয়।

Bootstrap Image Preview