Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যবিপ্রবিতে ৯১৫ আসনের বিপরীতে লড়বে ৪৪১৮১জন

মোঃআক্তার হোসেন, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৯১৫ আসনের বিপরীতে ৪৪ হাজার ১৮১জন আবেদন করেছেন। গত শিক্ষাবর্ষে ৩৮ হাজার ২৩৯জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেছিলেন। বিভিন্ন ইউনিটে আবেদনের যোগ্যতা বাড়ানোর পরও এবার আবেদনকারীর সংখ্যা ৫হাজার ৯৪২জন বেড়েছে।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, ভর্তিচ্ছুরা আগামী ১নভেম্বর পর থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।তবে ১০নভেম্বর পরে ভর্তিচ্ছুরা প্রবেশপত্রে কোনো ধরনের ভুল-ত্রুটির সংশোধনীর সুযোগ পাবেন না।

২০১৮-২০১৯শিক্ষাবর্ষে যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে ২৭০টি আসনের বিপরীতে ১৪হাজার৪২৬জন; ‘বি’ ইউনিটে১৮০টি আসনের বিপরীতে১২হাজার৬৭জন; ‘সি’ ইউনিটে২৩৫টি আসনের বিপরীতে ১০হাজার ৬৩৩জন; ‘ডি’ ইউনিটে৬০টি আসনের বিপরীতে ৪হাজার১৫৪জন, ‘ই’ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ৬১৪জন এবং ‘এফ’ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ২হাজার২৮৭জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় আবেদনের শেষসময় ছিল গত ২৮অক্টোবর রাত পর্যন্ত।

এবছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯১৫জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্রনৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরতশিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্যকোটা সংরক্ষিত থাকবে। এর মধ্যে লেদারটেকনোলজি; ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন; মার্কেটিং এবং বাংলা বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদনাধীন আছে। ইউজিসি র অনুমোদন সাপেক্ষে এচারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯:৩০-১১.০০টাপর্যন্ত ‘এ’ ইউনিট, দুপুর১২:৩০-২.০০পর্যন্ত ‘বি’ ইউনিট এবং বিকেল৩:৩০-৫:০০পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

২৩ নভেম্বর শুক্রবার সকাল ৯:০০-১০:৩০ পর্যন্ত ‘ডি’ ইউনিট, বেলা১১.০০-১২:৩০পর্যন্ত ‘ই’ ইউনিট এবং ৩:৩০-৫.০০পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমিটির সভায়জানানো হয়, সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস যেমন: ক্যালকুলেটর (শুধুমাত্র ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্যালকুলেটর আনা যাবে), মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্যকোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্যকারীকে হল থেকে বহিষ্কার করা হবে।

ভর্তি পরীক্ষার সময় কেউ যেন বিশৃঙ্খলা কিংবা অসাধুপায় অবলম্বন করতে না পারে এজন্য সবকটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ভর্তি পরীক্ষা শেষে আগামী ২৫নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।ভর্তি কার্যক্রম শুরু হবে ১ডিসেম্বর।আর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী  ওরিয়েন্টশন ও ক্লাস ২জানুয়ারি, ২০১৯ খ্রি. শুরু হবে। 

Bootstrap Image Preview