Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে কি শুধু শ্বেতাঙ্গরাই থাকে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শান্তিপূর্ণ আর সৎ মানুষের দেশ হিসেবে নিউজিল্যান্ডের খুব সুনাম আছে। ক্রিকেট খেলুড়ে দেশটির আতিথেয়তাও খুব প্রশংসিত হয়। কিন্তু ফিলিপাইনের একটি পরিবার নিউজিল্যান্ড ভ্রমণে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। সেই ঘটনার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। পরিবারটি প্রশ্নে তুলেছে, নিউজিল্যান্ড কি তবে শুধু শ্বেতাঙ্গদের দেশ?

হেনস্থার শিকার কিরজিয়া ইজিপ্টো নামের ওই নারী এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'আমরা এখানে এসে আতিথেয়তা পাইনি। খুব বাজে অভিজ্ঞতার সন্মুখীন হয়েই বলছি, এখানে আর কেউ আসবেন না। এটা শুধু শ্বেতাঙ্গদের দেশ।'

তবে কোনো পুরুষ কিরজিয়া পরিবারকে বর্ণবাদী আক্রমণ করেননি। ঘটনার মূলে একজন কিউই নারী। ১৮ বছর বয়সী এক তরুণ ঘটনার ভিডিওটি রেকর্ড করেছেন। যাতে দেখা যাচ্ছে, ওই পরিবারটি যখন একটি দোকানে কিছু কেনাকাটার জন্য প্রবেশ করেছিলেন; তখন সেই নারী তেঁড়েফুড়ে বলেন, 'এখান থেকে চলে যাও। তোমার নিজের তো একটা দেশ আছে!'

কিরজিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন ফেসবুক ইউজাররা। একজন লিখেছেন, 'আমি নিউজিল্যান্ডে ২০ বছর ধরে বসবাস করি। কিন্তু কখনই আমি এমন বাজে অভিজ্ঞতার সন্মুখীন হইনি। আপনাকে নিউজিল্যান্ডে স্বাগতম। কিন্তু ওই বাজে মহিলাকে (আক্রমণকারী) স্বাগত জানাতে পারছি না।'

এর আগে ২০১৫ সালে নিউজিল্যান্ডে এমন বর্ণবাদের ঘটনা ঘটেছিল। একটি বাসস্ট্যান্ডে অপেক্ষারত দুই বিদেশি তরুণকে স্থানীয় কিছু পুরুষ বলেছিল, 'তোমরা এখানে কেন? নিজেদের দেশে যাও। এই দেশে তোমাদের কেউ স্বাগত জানাবে না।'

Bootstrap Image Preview