Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছে কুকুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ট্রাফিকের মধ্যে গাড়ি চালানো যে কত কঠিন তা সবাই জানে। তার ওপর আপনি যদি দেখেন গাড়ি চালাচ্ছে একটি কুকুর তাহলে পিলে চমকানো ব্যাপারই দাঁড়ায়। ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের রাস্তায় অবিশ্বাস্য একটি দৃশ্য দেখা গেল। দিনে-দুপুরে ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছে একটি কুকুর। সম্প্রতি শিলংয়ের পুলিশ বাজারে ঘটে যাওয়া এমন ঘটনায় সাধারণ মানুষ হতভম্ব হয়ে যায়।

ব্যস্ত রাস্তা দিয়ে মারুতি ব্র্যান্ডের গাড়ি চালিয়ে যাচ্ছে একটি কুকুর। আর এই পুরো ঘটনাটি ভিডিও করেন এক নারী। ওই নারী গাড়ির ঠিক পেছনেই ছিলেন।  

 

ট্রাফিকের মধ্যে মারুতি গাড়ি চালিয়ে যাচ্ছিল একটি কুকুর। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে যে, কুকুরটি গাড়ির চালকের আসনে বসে আছে এবং স্টিয়ারিং ধরে আছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ ওই গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জেলার সদর ট্রাফিক শাখা গাড়ির মালিকের সন্ধান করে এক হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে।

পুলিশ যদিও ওই গাড়ির মালিকের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ওই মারুতি গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ট্রাফিকের মাঝখানে কুকুরকে দিয়ে গাড়ি চালানো ভুল কাজ। এক মিনিট এগারো সেকেন্ডের ওই ভিডিওটি রেকর্ড করেন এক নারী।

ওই নারী গাড়িটির ঠিক পেছনেই ছিলেন। ভিডিওতে দেখা গেছে, কুকুরটি চালকের আসনে বসে আছে এবং পাশের আসনে বসে রয়েছেন এক ব্যক্তি। ভিডিওটি দ্য শিলং গ্যাগ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিওটি ২৪ হাজারেরও বেশি মানুষ দেখেছেন এবং সাতশোর বেশি বার শেয়ার হয়েছে।

Bootstrap Image Preview