Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের মাটিতে রেকর্ড ক্যারিবিয়ানদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview


শাই হোপ ও শিমরন হেটমায়ারের জোড়া সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে রীতিমতো রেকর্ড গড়ে জিতেছে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ১৩ বল হাতে রেখে জয় পায় ক্যারিবিয়ানরা। এই মাঠে এর আগে এতো বড় রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না। এবার সেটিই করে দেখাল ওয়েস্ট ইন্ডিজ। দলটির ওপেনার হোপ ও হেটমায়ারের ২১৮ রানের বিশাল জুটি গড়েন এই ম্যাচে। মূলত এই জুটিই দলটিকে এতো বড় জয় এনে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানের মাথায় সাজঘরে ফিরে যান ওপেনার সুনিল অ্যামব্রিস (৯)।

এরপরই হোপ- হেটমায়ার জুটি গড়েন। হেটমায়ারের করেন ১০৬ বলে ১৩৯। ইনিংসে ছিল ১১টি চার ও ৭টি ছক্কার মার। হোপের ব্যাটে আসে ১৫১ বলে ১০২* রান। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়া নিকোলাস পুরান করেন ২৩ বলে ২৯* রান।

তার আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৮০ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত। এরপর ঋষভ পান্তের ৭১, শ্রেয়াস আইয়ারের ৭০ ও কেদার যাদবের ৪০ রানের সৌজন্যে বড় সংগ্রহ পায় ভারত।

সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২৮৭/৮ (৫০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজঃ ২৯১/২ (৪৭.৫ ওভার)

Bootstrap Image Preview