Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরুকে কম্বল দিলেই মিলবে বন্দুকের লাইসেন্স!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বেড়েই চলেছে গরুর গুরুত্ব। গরুকে কেন্দ্র করে নানা সহিংসতা তো আছেই, এমনকি হাস্যকর কর্মকাণ্ডেরও জন্ম দিয়েছেন অনেক বিজেপি নেতা।

সম্প্রতি গরুর গায়ে কোট পরাতে কয়েক লাখ রুপি খরচ করেছে উত্তরপ্রদেশ সরকার। তবে মধ্যপ্রদেশে ঘটেছে আরও অদ্ভুত ঘটনা।

সংবাদ প্রতিদিন জানায়, কংগ্রেস শাসিত রাজ্যটির গোয়ালিয়র জেলায় গরুকে কম্বল দান করলে বন্দুকের লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলা প্রশাসক অনুরাগ চৌধুরী।

শনিবার এক নির্দেশনায় জেলা প্রশাসন জানায়, আত্মরক্ষার প্রয়োজনে কেউ যদি নিজের কাছে বন্দুক রাখতে চান তাহলে কোনো নথি লাগবে না। সরকারের কাছে ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার কোনো দরকার নেই। এর পরিবর্তে গোয়ালিয়র জেলার যেকোনো গোশালাতে মাত্র ১০টি কম্বল দান করতে হবে। আর তার প্রমাণ জেলা প্রশাসনে জমা দিয়ে আবেদন করলেই পাওয়া যাবে বন্দুকের লাইসেন্স।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জেলা প্রশাসক অনুরাগ চৌধুরীর দাবি, এই অভিনব উদ্যোগের ফলে পরিবেশের ভালো হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। যার ফলে বৈপ্লবিক পরিবর্তন আসবে সমাজে।

এর আগেও বন্দুকের লাইসেন্স নেওয়ার জন্য অদ্ভুত শর্ত রেখেছিলেন তিনি। যদি কেউ গাছ লাগিয়ে যত্ন করে বড় করে তোলে তাকেও দেয়া হবে বন্দুক ব্যবহারের অনুমতি। সেবারও বিতর্কিত হয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview