Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 দায়িত্ব নিয়েই ইংল্যান্ডে সতর্ক বার্তা বাউচারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত কোচ মার্ক বাউচারের দৃঢ় বিশ্বাস তিনি নেতিয়ে পড়া টেস্ট দলের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। একই সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে প্রতিপক্ষ ইংল্যান্ডকে সতর্ক করে দিয়ে বলেছেন বক্সিংডে টেস্টে সফরকারীদের কোন রকম ছাড় দেয়া হবে না।

সর্বশেষ ৫টি টেস্টে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তন্মধ্যে ভারতের কাছে তিনটিতে এবং নিজেদের মাটিতে শ্রীলংকার কাছে দুইটিতে হেরেছে প্রোটিয়ারা।

দায়িত্ব গ্রহনের পর বাউচার সাংবাদিকদের বলেন, ‘আমি যখন এই দলে ছিলাম, তখন অনেক কঠিন সময় কাটিয়েছি। সবচেয়ে কঠিন মুহুর্তটি ছিল ২০০০ সালে হ্যান্সি ক্রনিয়েকে নিয়ে হওয়া ঘটনাপ্রবাহ। কিন্তু এরপর আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি।’
আমার মনে হয় আমরা বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারব। ক্রীড়া হচ্ছে চমৎকার একটি বিষয়। কয়েকদিনের মধ্যেই সেটির দিক পরিবর্তন হতে পারে। তবে আমি জানি এ জন্য অনেক কাজ করতে হবে।’
বাউচার বলেন, ‘গণমাধ্যমকে বেশ কিছু বিষয়ে কথা বলেছে ইংল্যান্ড। তবে আমি শুধু একটি কথাই বলতে চাই, আফ্রিকার মাটিতে ‘আহত মহিষের’ মোকাবেলার প্রস্তুতি নিন।’

ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত সফল অধিনায়ক দক্ষিণ আফ্রিকার নতুন পরিচালক গ্রায়েম স্মিথ বাউচারকে এই নিয়োগ দিয়েছেন। পাঁচ দিনের ক্রিকেটের আরেক তারকা এ্যাশওয়েল প্রিন্সকে নিযুক্ত করা হয়েছে দক্ষিন আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে। আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে বোলিং ও ব্যাটিং পারমর্শকদের নাম।

বাউচার বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস কিছুুটা নিচে নেমে গেছে। কিন্তু এই দেশে জ্ঞানের যে সম্পদ রয়েছে তা ব্যবহার করতে হবে। সঠিক পথে দলকে পরিচালনার জন্য আমাদেরকে আরো তথ্য সংগ্রহ করতে হবে। এর মাধ্যমে নিজেদের সেরাটা খেলার জন্য খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আমাদের দেশে প্রচুর মেধাবী রয়েছে। তাদেরকে ঘষামাজা করে সুযোগ দিতে হবে।’

Bootstrap Image Preview