Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিন্নধর্মী অনুশীলন নিয়ে ও’ডনেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


ক্রিকেট বলে নয়, ক্যাচিং অনুশীলনে বৃহস্পতিবার মিরপুরে রাবারের বলে জুনায়েদ খান-নাঈম শেখদের অনুশীলন করিয়েছেন এই কিউই কোচ মার্ক ও’ডনেল। ক্যাচিং অনুশীলনের জন্য ভিন্ন এউপায় বের করেছেন রংপুর রেঞ্জার্সের প্রধান কোচ

বুধবারের ম্যাচের পর বৃহস্পতিবার বেলা ১১টায় মিরপুরের একাডেমি মাঠে ঐচ্ছিক অনুশীলন ছিল রংপুরের। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে হারের পরের দিনের ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না অধিনায়ক মোহাম্মদ নবি।মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে না এলেও বেলা ১২টায় মাঠে আসেন। শুরুতে ফুটবল খেলে গা গরমের মধ্য দিয়ে অনুশীলন শুরু করে রংপুর। এরকদম শেষে ক্রিকেটারদের এক কোনায় ক্যাচ অনুশীলন করাতে দেখা যায় মার্ক ও’ডনেলকে।

টেনিস ব্যাটের সাহায্যে জোরে জোরে বল মেরে দলকে অনুশীলন করাচ্ছিলেন নিউজিল্যান্ডের এই কোচ। যদিও সহজে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হচ্ছিলেন নাঈম-ফজলে রাব্বিরা।

ভিন্ন ধরনের এই অনুশীলনে বাকিদের থেকে আলাদা ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। কোচের ছোড়া ছয়টি বলের সবকটি লুফে নেন এই তরুণ।

সে সময় ও’ডনেল বলেছিলেন, ‘দারুণ রিশাদ দারুণ, খুব ভালো। তুমি সবগুলো পেরে গেলে।’ অনুশীলন শেষে বের হয়ে যাওয়ার সময় ক্রিকফ্রেঞ্জিকে এই ভিন্নধর্মী অনুশীলন নিয়ে ও’ডনেল বলেন, ‘আসলে এই বল দিয়ে অনুশীলন করলে ক্যাচিং ভালো হয়। সেটারই চেষ্টা করছিলাম। রাবার বল ছিল এটা।’

কুমিল্লার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়া জাকির হাসান এদিন দলের সঙ্গে থাকলেও অনুশীলন করেননি। দুই ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রংপুরের ম্যানেজার ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview