Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিক জানালেন সাকিবকে মিস করার কথা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ AM

bdmorning Image Preview


এখনো ছুঁয়ে দেখা হয়নি বিপিএলের শিরোপা। এ নিয়ে আক্ষেপও আছে। তাই এবার চ্যালেঞ্জ নিয়েছেন আরাধ্য সেই ট্রফি জয়ের। সময় সংবাদে এমন সংকল্পের কথা জানিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর বিপিএল নিয়েও আশাবাদী খুলনা টাইগার্স অধিনায়ক। নতুন ক্রিকেটার তৈরীর মঞ্চ হতে পারে এই টুর্নামেন্ট, বিশ্বাস তার।

প্রশ্নাতীতভাবে দেশের সেরা ব্যাটসম্যানদের একজন মুশফিকুর রহিম। বাংলাদেশের মিডল অর্ডারের স্তম্ভ। টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। শুধু ওয়ানডে বা টেস্টই না টি-২০'তেও কার্যকর মি ডিপেন্ডেবল। বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানও তার।

ব্যক্তিগত পরিসংখ্যান সমৃদ্ধ। তবে দলীয়ভাবে পাননি সাফল্য। বিপিএলের ৭ আসরে খেলেছেন ভিন্ন ৭টি দলের হয়ে। সে কারণেই কি না এখনো স্বাদ পাননি শিরোপার। এই অপূর্ণতাই মুশফিককে অনুপ্রেরণা দেয় ভালো করার। দৃঢ়চেতা মানসিকতার মুশফিক এবার স্বপ্ন দেখছেন খুলনা টাইগার্সকে নিয়ে।

মুশফিকুর রহিম বলেন, সবাই চায় চ্যাম্পিয়ন হতে। কিন্তু আমি ছয়টা আসর খেলেছি কোনবারই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এবার যদি ফাইনাল খেলতে পারি সেটা আমার জন্য একটা মাইলপলক।

বিপিএল চলছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না টুর্নামেন্টের বরপুত্র সাকিব আল হাসান। পারফরম্যান্সের দিক দিয়ে বিপিএল ইতিহাসের সেরা এই ক্রিকেটারের শূণ্যতা সমর্থকদের মত মুশফিকও অনুভব করছেন।

মুশফিকুর রহিম বলেন, ওর (সাকিব) মতো প্লেয়ার বাংলাদেশে আসবে কি-না এটা আমার সন্দেহ। বিপিএলে সাকিবকে অবশ্যই মিস করবো। দয়া করি, সাকিব যাতে মিট থাকে। এবং খুব দ্রুতই সে আমাদের মাঝে ফিরে আসবে, এটাই প্রত্যাশা। বিপিএল নিয়ে নানা জনের আছে নানা মত। প্রতিবারই কোনো না কোনো কারণে আয়োজন হয় প্রশ্নবিদ্ধ। তবে ধীরে ধীরে এই টুর্নামেন্টও বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান মজবুত করবে। মুশফিকের আশা এখান থেকে উঠে আসবে নতুন প্রতিভা।

মুশফিকুর রহিম বলেন, প্রতিযোগিতামূলক আসর হিসেবে বলতে গেলে বিপিএলের অবস্থান আইপিএলের পরে। সেই সাথে ওভারওল সে প্যাকেজগুলো সেগুলো আরেকটু সিস্টেম ওয়াইজ হলে আরো সুন্দর দেখা যেতো।

বিপিএলে ১১টি ফিফটি থাকলেও নেই কোনো সেঞ্চুরি। এবার সেই মাইলফলও স্পর্শ করতে চান মুশফিক।

Bootstrap Image Preview