Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলেও ফিক্সিং করেছেন পাকিস্তানি নাসির জামশেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ,ম্যাচ ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিংয়ের উদ্দেশ্যে ঘুষ নেয়ার অভিযোগের দোষ স্বীকার করেছেন।ইংল্যান্ডের ম্যানচেস্টারের এক আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

তদন্তে উঠে এসেছে বিপিএলেও দুইবার ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তিনি। যদিও সফল হতে পারেননি জামশেদ। ২০১৬ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার সময় ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তিনি। ব্যাটে একটি নির্দিষ্ট রঙের গ্রিপ লাগিয়ে মাঠে নামার কথা ছিল তাঁর। যদিও সেই শর্ত পূরণ করতে পারেননি এই পাকিস্তানি।

একই আসরে বরিশাল বুলসের বিপক্ষে একটি ম্যাচে ফিক্সিংয়ের কথা ছিল তাঁর। তবে একাদশ থেকে বাদ পড়ায় সেবারও সফল হতে পারেননি জামশেদ। এই দুই ম্যাচেই ফিক্সিংয়ের জন্য অগ্রিম টাকা নিয়েছিলেন তিনি। ম্যাচ ফিক্সিংয়ের এই পরিকল্পনায় জামশেদের সঙ্গে জড়িত ছিলেন ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ।

দুজনই পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিপিএলে টাকা নিয়ে ফিক্সিং করে ব্যর্থ হওয়ার পর ২০১৭ পিএসএলে পরিকল্পিত ভাবে ফিক্সিং করতে পারেন জামশেদ। সেবার ইসলামবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির একটা ম্যাচে তাঁর সঙ্গে শর্ত ছিল প্রথম দুই বলে কোনো রান করতে পারবেন না তিনি। এটাই করে দেখিয়েছিলেন জামশেদ।

ফিক্সিংয়ের অভিযোগে আটক হওয়া ইউসুফ আনোয়ার জবানবন্দিতে বলেছেন, এক দশকেরও বেশি সময় ফিক্সিংয়ের সঙ্গে জড়িত তিনি। এমনকি ২০১৬ বিপিএলে ৬ জন ক্রিকেটার ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

 

Bootstrap Image Preview