Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান দলে ফাওয়াদের দ্বিতীয়বার অভিষেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৬ PM

bdmorning Image Preview


দশ বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন ফাওয়াদ আলম। এতো লম্বা সময় পর খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। এই অনুভূতি অভিষেক ম্যাচ খেলার মতোই মনে করছেন ফাওয়াদ।

যদিও পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট ফাওয়াদকে একাদশে না খেলালেও আপত্তি নেই তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ জনের স্কোয়াডে সুযোগ পাওয়াকেই অনেক বড় করে দেখছেন ফাওয়াদ। তিনি বলেন, 'আমি এটা আগে বলেছি, এখনও বলছি। আমার মনে হচ্ছে সামনে আমার অভিষেক। কেননা জাতীয় দলের হয়ে আমি অনেক আগে খেলেছি। টিম ম্যানেজমেন্ট আমাকে সুযোগ দেবে কিনা জানি না।

তবে আমি ১৫ জনের স্কোয়াডে থাকতে পেরেই খুশি। তারা যদি আমাকে খেলানোর মতো মনে করে তাহলে আমি ভালো খেলার চেষ্টা করব। কন্ডিশন এবং উইকেট অনুযায়ী সেরা একাদশ মাঠে নামাবে ম্যানেজমেন্ট।'

টেস্ট দল থেকে বাদ পড়ার পর প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬৪ ইনিংসে ৫৬.৫৮ গড়ে ৭৯২২ রান করেন ফাওয়াদ। পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণিতে তাঁর চাইতে বেশি রান করেননি কেউই। সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন তিনি।

'আমার এখন এই মুহূর্ত উপভোগ করা উচিত। ইতিবাচক চিন্তা করা উচিত। আমি যদি এখন নেতিবাচক চিন্তা করি তাহলে আমার মনঃসংযোগ নষ্ট হবে। আমি এই সুযোগ কাজে লাগাতে চাই।', বলেছেন ফাওয়াদ।

Bootstrap Image Preview