Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জম্মু কাশ্মীরে ‘রোবট সেনা’ মোতায়েন করবেন ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


জম্মু কাশ্মীরে এবার ‘রোবট সেনা’ মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে ভারত। শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ভারতীয় সেনা সদরদপ্তর সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে ৫৫০টি রোবোটিক্স ইউনিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। রোবটগুলোর কর্মক্ষমতার স্থায়িত্ব বা চাকরির মেয়াদ হবে অন্তত ২৫ বছর। আর এই রোবটগুলো তৈরি করবেন ভারতীয় বিজ্ঞানীরাই।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তে নজরদারি চালানোর পাশাপাশি জঙ্গিবিরোধী অভিযানে নামবে এই রোবটবাহিনী। গ্রেনেড হামলা সফলভাবে প্রতিরোধ করা ছাড়াও ভাঁজ করে সহজেই বহন করা যাবে এসব রোবট সেনাদের।

ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে, এসব রোবট সেনা অত্যন্ত দ্রুততার সঙ্গে গাছে ওঠা ছাড়াও জঙ্গিঘাঁটিতে ঢুকে যেতে পারবে অনায়াসে। এছাড়া আগুনে ঝাঁপ দিলেও কোনো ক্ষতি হবে না এসব রোবট সেনার। এমনকি গ্রেনেড হামলা হলেও এসব রোবটের কোনো ক্ষতি হবে না।

জানা গেছে, বিএসএফ ১৯৯০ সালের ১ অক্টোবর এ ধরনের রোবট সেনার প্রয়োজনীয়তার কথা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিল।

Bootstrap Image Preview