Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:০০ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। বাতাসের গতির সঙ্গে পাল্লা দিয়ে আগুন ছড়িয়ে পড়ছে। নতুন করে শতাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাকর্মীরা। আগুনের তীব্রতা বাড়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে পুরো অঙ্গরাজ্যে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন করে একশো'র বেশি জায়গায় জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দুই হাজারেরও বেশি দমকলকর্মী। একই সঙ্গে বিমানের মাধ্যমেও পানি ছিটানোর কাজ চলছে। এ অবস্থায় সিডনিতে আবারও ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকায় জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অধিকাংশ জায়গায় দাবানলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ঘর-বাড়ির পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে বনভূমি। অব্যাহত দাবানল সিডনির আশপাশেও ছড়িয়ে পড়ছে। দাবানলে পুড়ছে গাছ ও প্রাণহানি ঘটছে পশুপাখির। ধোঁয়ার মাত্রা বেড়ে যাওয়ায় দূষিত হয়ে উঠছে সিডনির বাতাস।

সংশ্লিষ্টরা জানান, ধোঁয়ায় গত সপ্তাহে শহরের হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের দাবানলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। এরই মধ্যে সেখানকার প্রায় ১৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এ ছাড়া কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া ও তাসমানিয়া অঙ্গরাজ্যের কিছু কিছু এলাকা এখনো জ্বলছে।

Bootstrap Image Preview