Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার বিএসএফের গুলিতে প্রাণ হারালো এক ভারতীয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাতটার দিকে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা বিওপির ভারতের অংশে আন্তর্জাতিক পিলার ১০৫২ নম্বর এর দুই এস এর নিকট এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালে ভারতের সিংহীমারী এলাকার শান্তিপুর গ্রামের বাসিন্দা আব্দুস সবুর (৩১) বাংলাদেশের কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা (জামালপুর বিজিবির অন্তর্গত) সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল নামক স্থান থেকে চোরাকারবারি হিসেবে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করার সময় জিরো লাইনের ১৫০ গজ ভারতীয় অংশে কাঁটাতারের নিকট প্রবেশ করে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঐ সময় তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ওই ভারতীয় নাগরিক সবুর গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবি-৩৫ ব্যাটালিয়নের (জামালপুর বিজিবির অন্তর্গত) অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ জানান, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক এবং তার নাম আব্দুস সবুর। সে জিরো লাইন থেকে ১৫০ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে বিএসএফের গুলিতে নিহত হয়। এটি সম্পূর্ণ ভারতের অংশে চোরাকারবারি হিসেবে ভারতীয় বিএসএফ ভারতের নাগরিককে গুলি করে হত্যা করেছে।

Bootstrap Image Preview