Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাদ পড়ল জাতীয় চলচ্চিত্রের বিতর্কিত সেই পদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


এবার বিতর্কের মুখে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লেন ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের ভারতীয় চিত্র সম্পাদক মো. কালাম। জানা গেছে, ‘শ্রেষ্ঠ চিত্র সম্পাদক’ ক্যাটাগরিতে নতুন কাউকে পুরস্কার দেওয়া হচ্ছে না। এটি ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়মবহির্ভূত বিষয় কিন্তু তিনি ভারতীয় নাগরিক যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিভিন্ন মহলে।

এ কারণে ২০১৭ সালের ‘শ্রেষ্ঠ সম্পাদক’ শাখাটি বাতিল করা হয়েছে। এ বিভাগে কোনও পুরস্কার দেওয়া হবে না।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর।
তিনি বলেন, যেহেতু মো. কালাম একজন ভারতীয় নাগরিক তাই তিনি এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। এমন ঘটনার পর মূলত ২০১৭ সালের ‘শ্রেষ্ঠ সম্পাদক’ ক্যাটাগরিই বাতিল করা হয়েছে।

Bootstrap Image Preview