Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি রাজকন্যা বাসমাহ গৃহবন্দী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


বাসমাহ সৌদির বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের মেয়ে। সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদের নিখোঁজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। এখন বলা হচ্ছে, তিনি গৃহবন্দী রয়েছেন।

বাসমাহ (৫৫) সমাজসংস্কারক হিসেবে পরিচিত। তিনি ১৯৫৩–১৯৬৪ সাল পর্যন্ত দেশটির বাদশাহ ছিলেন।

সৌদি আরবে নারী ও পুরুষের একই স্থানে উপস্থিতির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে, তার ঘোর বিরোধী ছিলেন বাসমাহ।বাসমাহকে আটকের সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও রক্ষণশীল সৌদি আরব সরকারের জন্য তিনি যথেষ্ট মাথা ব্যথার কারণ।তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।

তিনি সৌদিতে নারীদের বর্তমান অবস্থা নিয়ে প্রায়ই আন্তর্জাতিক ও সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করতেন। এ ছাড়া সৌদি আরবের সংবিধানের সংস্কারও চান তিনি। এ ছাড়া আর সাম্প্রতিক সময়ে সৌদি আরবে সরকারের সমালোচকদের যেভাবে হত্যা, গুম, কারাদণ্ড দেওয়া হয়েছে, তারও বিরোধী ছিলেন বাসমাহ। এ জন্য তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনাও করেছিলেন।

২০১২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাদের রাজপরিবারের প্রায় ১৫ হাজার সদস্য রয়েছেন। এর মধ্যে ১৩ হাজারের এই ক্ষমতা বা সম্পদ ভোগের সুযোগ নেই। আমাদের প্রায় ২ হাজার ধনকুবের রয়েছেন। তাঁদের হাতে সব ক্ষমতা এবং সম্পদ। এই ২ হাজার ধনকুবেরের বিরুদ্ধে কারও কিছু বলার সাহস নেই।’ঠিক এসব কারণেই বাসমাহকে গৃহবন্দী করা হয়েছে কি না তা স্পষ্ট নয়।

 

Bootstrap Image Preview