Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুধুমাত্র দাঁতের জন্য মেরে ফেলা হলো বিরল হাতিটিকে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্বজুড়ে হাতির দাঁতের চোরা কারবার বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তাতেও যেন চোরা কারবারিদের নির্মম ভাবে হাতির দাঁত তুলে নেওয়ার ঘটনার কমতি নেই। আর এই কারণেই ৪০ বছরের এক বিরল প্রজাতির এক হাতির মৃত্যু হল ইন্দোনেশিয়াতে।

বিরল এই হাতি আদতে একটি সুমাত্রান হাতি। আর এই হাতির দাঁত তুলে নিতে তার মাথা এবং শুঁড় অবধি কেটেছে বেআইনি পাচারকারীরা।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়াতে। এমনিতেই এই সুমাত্রান প্রজাতির হাতি সংখ্যা খুবই কমে এসেছে। গোটা বিশ্বে এই বিরল প্রজাতির হাতির সংখ্যা এই মুহূর্তে ২০০০ এরও কম। ঠিক এমনই অবস্থায় আবার এক হাতির মৃত্যু হল। কারণ সেই একই।

স্থানীয় সংরক্ষণ দপ্তরের একজন কর্মকর্তার কথায়, হাতিটির মাথা কেটে নেওয়া হয়েছে এবং শুঁড় খুঁজে পাওয়া যায় হাতি দেহের থেকে কয়েক মিটার দূরে। স্থানীয় মানুষজন বলছেন, আজ নয়। এক সপ্তাহ আগেই মৃত্যু হয়েছে হাতিটির।

সংরক্ষণ দপ্তরের ওই কর্মকর্তা আরো বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, প্রথমে ওই হাতিটিকে শিকার করা হয়। তারপর মাথা কেটে নেওয়া হয়, শুধু দাত আলাদা করে নিতে।

কয়েক মাস আগেই বোতসানায় হাতি শিকার আইন করে দেওয়া হয়। তবে আরেকটি বিষয়ও পশু-পক্ষীদের জীবন সংশয়ে ফেলছে, তা হলো ব্যাপক হারে গাছপালা কেটে ফেলা। যার ফলে মানুষ এবং পশু-প্রাণীদের দ্বন্দ্বের বিষয়টি আরো প্রকট হয়ে যাচ্ছে।

একটি ড্রোনের সাহায্যেও হাতির মৃত্যুর ছবি তোলা হয়েছে। সেই ছবিতে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, একদিকে হাতিটি পড়ে রয়েছে। আরেকদিকে রয়েছে তার শুঁড়, দাঁত ইত্যাদি সব অঙ্গপ্রত্যঙ্গ।

Bootstrap Image Preview