Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই হাজার কিলোমিটার দূরে পাওয়া গেলো ৫ বছর আগের হারানো বিড়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


হারিয়ে যাওয়ার পাঁচ বছর পর নিজের ভালোবাসার বিড়ালকে খুঁজে পেলেন পেলেনভিক্টর উসোভ নামের এক বাক্তি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা অরেগন অঙ্গরাজ্যের বাসিন্দা।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্য থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের নিউ মেক্সিকোর রাস্তা থেকে হারিয়ে যাওয়া কালো রঙের বিড়ালটিকে উদ্ধার করা হয়।

বিড়ালটির নাম শাসা। বিড়ালের মধ্যে থাকা মাইক্রোচিপ স্ক্যান করে তারা তার মালিককে খুঁজে পেয়েছে। উদ্ধারের পর সান্তা ফি শেল্টার নামের একটি সংস্থা। বর্তমানে বিড়ালটি তার মালিকের সঙ্গেই রয়েছে।

শাসাকে পাওয়ার খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না মালিক ভিক্টর উসোভ। কিন্তু এখন সুস্থ অবস্থায় তাকে পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ।

তিনি জানান, পাঁচ বছর পূর্বেই তার বিড়াল হারানোর বিষয়টি রিপোর্ট করেছিলেন এবং দীর্ঘদিন কোনো খোঁজ না পাওয়ার ফলে আশাও ছেড়ে দিয়েছিলেন।

উসোভের ধারণা তার বিড়াল অনেক বন্ধুত্বপূর্ন ছিলো। খুব সম্ভবত কারো সঙ্গে এতদূর চলে এসেছে। তিনি মজা করে বলেন, আমার বিড়াল রোমাঞ্চকর আমেরিকা সফরে বেড়িয়েছিলো।

শাসাকে নিউ মেক্সিকো থেকে ফিরিয়ে আনা হয় আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানে করে। সংস্থাটির মুখপাত্র কুর্টিজ ব্লেজিং বিবিসি বলেন, এই পুনর্মিলনের অংশ হতে পেরে আমেরিকান এয়ারলাইনস গর্বিত। আমরা খুশি যে শাসার দীর্ঘ পথের একটি সুন্দর সমাপ্তি হয়েছে।

সান্তা ফি শেল্টারের কর্মকর্তা মুরাদ কিরদার বলেন, শাসার ঘটনাই স্পষ্ট করে দেয় যে আদরের পোষা প্রাণীর গায়ে মাইক্রোচিপ লাগানো কতো গুরুত্বপূর্ন। একটি সাধারণ মাইক্রোচিপ যা কিনা একটা চালের থেকেও ছোটো আকারে। এটিকে পোষা প্রাণীর ত্বকের নিচে ঢুকিয়ে দেয়া হয়, যাতে হারিয়ে গেলে তার মালিককে সহজেই পাওয়া যায়।

তিনি আরো জানান, মাইক্রোচিপ একটি আলাদা ও স্থায়ী বিষয়। প্রতিটির রয়েছে আলাদা আলাদা কোড।
 

 

Bootstrap Image Preview