Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু বিপিএলে কোন খেলোয়াড়ের মূল্য কত টাকা জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview


সব  কিছু ঠিক থাকলে আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট শুরু হবে আগামী ১৭ নভেম্বর।

খেলোয়াড়দের তালিকার ব্যাপারে চূড়ান্ত কোনো তথ্য না পাওয়া গেলেও, জানা গিয়েছে বঙ্গবন্ধু বিপিএলের গ্রেডিং ও দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের তথ্য। এবারের বিপিএলে কোনো আইকন খেলোয়াড় থাকছেন না। তবে ছয় দলের জন্য এ+ ক্যাটাগরিতে ছয় জন ক্রিকেটার থাকবেন।

প্রাথমিকভাবে এ+ ক্যাটাগরিতে রাখা হয়েছে পাঁচজনকে। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। এই ক্যাটাগরিতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ভাবা হচ্ছে সৌম্য সরকার, লিটন কুমার দাসদের নাম।

এ+ ক্যাটাগরি ছাড়াও আরো ৫টি ক্যাটাগরি থাকছে এবারের বঙ্গবন্ধু বিপিএলে। সেগুলো হলো যথাক্রমে এ, বি, সি, ডি ও ই। এসব ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধরা হয়েছে এ ক্যাটাগরি ২৫ লাখ, বি ক্যাটাগরি ১৮ লাখ, সি ক্যাটাগরি ১২ লাখ, ডি ক্যাটাগরি ৮ লাখ ও ই ক্যাটাগরি ৫ লাখ টাকা।

সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাৎ এ+ এ থাকছেন ৬ জন ক্রিকেটার। এছাড়া এ ক্যাটারগরিতে ৯ জন, বি ক্যাটাগরিতে ২৩ জন, সি ক্যাটাগরিতে ৪৫ জন, ডি ক্যাটাগরি ৮০ জন ও ই ক্যাটাগরিতে রাখা হচ্ছে ৪৭ জন ক্রিকেটারকে।

Bootstrap Image Preview