Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোকা হবেন না: এরদোগানকে ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কূটনৈতিক শিষ্টাচার না মেনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট এরদোগানকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেছেন, বোকা হবেন না। 

ডোলাল্ড ট্রাম্প এমন একসময়ে চিঠিটি দিলেন যখন উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ায় কুর্দিবিরোধী অভিযান চালাচ্ছে তুর্কি বাহিনী।

ট্রাম্পের পাঠানো চিঠিতে ‘ইতিহাসের নিষ্ঠুর’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প।

এরদোগানকে ট্রাম্প বলেন, অভিযান খুব বেশি হয়ে গেলে নিষেধাজ্ঞার মাধ্যমে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে।

চিঠির ভাষায় কোনো কূটনৈতিক সৌন্দর্য রক্ষা করা হয়নি। বরং হুমকির মাধ্যমেই শুরু করেছেন চিঠি। 

গত ৯ অক্টোবর এ চিঠিটি লেখা হয়। হোয়াইট হাউস থেকে চিঠির সত্যতাও নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প চিঠিতে প্রস্তাব দিয়ে বলেন, চলুন আমরা একটি ভালো চুক্তির জন্য কাজ করি।

তিনি বলেন, হাজার হাজার লোককে হত্যার জন্য আপনি নিশ্চই দায়ী হতে চাইবেন না। আমিও তুরস্কের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী হতে চাই না। 

ট্রাম্প বলেন, যদি এ অভিযান আপনি ‘সঠিক ভাবে করেন ও মানবিক’ উপায়ে করেন, তবে ইতিহাস আপনাকে ভালো চোখে দেখবে। কিন্তু বিষয়টি যদি ‘ভালোভাবে’ না হয়, তবে চিরদিনই একজন নিষ্ঠুর ব্যক্তি হিসেবে আপনাকে দেখা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা মাজলুম আবদির সঙ্গে যদি তিনি বৈঠক করেন, তবে একটি চমৎকার চুক্তি হওয়া অবশ্যই সম্ভব।

চিঠি শেষে ট্রাম্প লেখেন, ‘আপনি একজন কঠোর মানুষ হবেন না, বোকাও হবেন না, পরে আপনাকে কল দেব।’ 

এদিকে অভিযোগ উঠেছে, সিরিয়ার কুর্দিশ প্রধান অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মাধ্যমে তুর্কিশ অভিযানে সবুজ-সংকেত দিয়েছেন ট্রাম্প।
 

 

Bootstrap Image Preview