Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীর গায়ে কালি ছিটালেন দুই যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একটি মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলেন প্রতিমন্ত্রী। সেখানে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষুব্ধ দুই যুবক তার গায়ে কালি ছিটিয়ে দেন। 

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পাটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের সঙ্গে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার পাটনা মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চৌবে। সেখান থেকে বের হওয়ার পরই তার গায়ে আকস্মিক কালি ছিটিয়ে দেয় দুই যুবক। ঘটনায় হতবাক হয়ে যান মন্ত্রী চৌবে ও অন্যরা।

ঘটনার পর চারপাশে হুড়োহুড়ি শুরু হয়। তাৎক্ষিণক ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। জানা গেছে, বিহারে ত্রাণ বণ্টনের জন্য কেন্দ্রীয় সরকারের অবহেলার প্রতিবাদ করতে এমন কাণ্ড ঘটিয়েছে ওই দুই যুবক।

প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ‘সাংবাদিক ও সাধারণ মানুষের গায়ে কালি ছিটানো হয়েছে। তারই কিছুটা পড়েছে আমার গায়ে। এটা জনগণ ও গণতন্ত্রের ওপর আঘাত। এর পিছনে কারা রয়েছে সেটা আমার জানা।‘

এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রতিমন্ত্রী।

Bootstrap Image Preview