Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিসিসিআই’র বস হচ্ছেন সৌরভ গাঙ্গুলী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview


দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই’র সভাপতি পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন গাঙ্গুলীই। সোমবার মুম্বাইয়ে সভা শেষে এএফপিকে এই তথ্য জানায় বিসিসিআই।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক গাঙ্গুলী। ২০০৮ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন গাঙ্গুলী।
গেল মাসে পুনরায় দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছিলেন গাঙ্গুলী। এবার বিসিসিআই’র সভাপতি হতে যাচ্ছেন তিনি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাবার আগে গাঙ্গুলী বলেন, ‘আর্থিকভাবে ভারত একটি পরাশক্তি। সুতরাং এ দায়িত্ব পালন হবে অনেক বড় চ্যালেঞ্জিং।’

বিসিসিআইর সবচেয়ে আকর্ষনীয় টি-২০ টুর্নামেন্ট আইপিএলের চেয়্রম্যানের দায়িত্ব দেয়া হচ্ছে ভারতের সাবেক ব্যাটসম্যান ও অভিজ্ঞ প্রশাসক ব্রিজেশ প্যাটেলকে।

সোমবারই ছিলো বিসিসিআই’র সভাপতি পদের মনোনায়ন জমা দেয়ার শেষ তারিখ। আগামী ২৩ অক্টোবর হবে নির্বাচন। ঐ নির্বাচনে গাঙ্গুলীই যেহেতু একজন প্রার্থী, তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে বিসিসিআই’র হবু বস হতে যাচ্ছেন তিনিই।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ’র ছেলে জয় শাহ’কে বিসিসিআই’র সচিবের পদে বসানো হচ্ছে।

Bootstrap Image Preview