Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাপানে ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫, আহত ১৬৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসে জাপানের জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত। গত শনিবার আঘাত হানা এ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। তবে ঘূর্ণিঝড়ে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছে ১৬৬ জন।

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে নিগানো, নিগাতা, মিয়াগি, ফুকুসিমা, ইবারাকি, কানাগাওয়া এবং সাইতামাসহ বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব স্থানে উদ্ধার অভিযান চলছে।

বিবিসি জানিয়েছে, ২৭ হাজার সেনা সদস্য ও উদ্ধারকর্মী নামানো হয়েছে। হাগিবিসের কারণে সৃষ্ট বন্যায় আটকা পড়া মানুষদের উদ্ধারে তারা সর্বাত্মক চেষ্টা করছেন।

সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

১৯৫৯ সালে জাপানের ভয়াবহ এক ঝড় মোকাবিলার ইতিহাস রয়েছে। ওই বছর ৩০৬ কিলোমিটার বেগে ঝড় আঘাত হেনেছিল। ওই ঝড়ে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল বা নিখোঁজ ছিল। জাপানে বছরে ২০টির মতো ঘূর্ণিঝড় হয়।

Bootstrap Image Preview