Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের খবর নিই: চবি উপাচার্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ১০:২৫ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ১০:২৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার জানিয়েছেন, মাঝে-মধ্যে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সঙ্গে ক্যাম্পাসে ঘুরে শিক্ষার্থীদের খবর নেই।

শনিবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার প্রীতিলতা হল, শামসুন নাহার হল, বেগম খালেদা জিয়া হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সূর্য সেন হল পরিদর্শন করে শিক্ষার্থীদের হলকেন্দ্রিক কোনো সমস্যা আছে কী-না জানতে চান। হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শিরীণ আখতার বলেন, সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তাই হল প্রভোস্টদের নিয়ে শিক্ষার্থীদের দেখতে এলাম। পরিদর্শন করে যেটি দেখলাম, শিক্ষার্থীরা অনেক নিরাপদে আছে, তাদের তেমন কোনো সমস্যা নেই। এখানে খারাপ কিছু নেই। কোনো নির্যাতনের আলামত কিংবা টর্চাল সেল নেই।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। চবিতে বুয়েটের মত টর্চাল সেলের কোনো অস্তিত্ব নেই। এখানে কেউ এরকম নির্যাতনের শিকার হয়েছে, সেই অভিযোগও নেই। ভবিষ্যতে যাতে বুয়েটের মতো কোনো ঘটনা না ঘটে সেজন্য প্রভোস্টদের সঙ্গে বসে করণীয় ঠিক করেছি।

যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে প্রভোস্ট ও প্রক্টররা থাকেন না। এ নিয়ে আতঙ্কে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপাচার্য শিরীণ আখতার বলেন, সব প্রভোস্টদের সঙ্গে বসেছি। আমাদের নানরকম অসুবিধা আছে। শহর থেকে বিশ্ববিদ্যালয় অনেক দূরে। এখানে সন্তানদের পড়াতে ভালো স্কুল নেই, ভালো স্বাস্থ্য ব্যবস্থা নেই। তাই তারা থাকেন না।

তিনি বলেন. তবে প্রভোস্টরা কথা দিয়েছেন সামনে ভর্তি পরীক্ষার সময় এক মাস হলে সার্বক্ষণিক মনিটরিং করবেন। প্রভোস্টরা আবাসিক শিক্ষকদের সঙ্গে বসে কে, কোন দিন রাতে থাকবেন সেই তালিকা আমাকে দেবেন।

Bootstrap Image Preview