Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরের ডিসি অফিসের সামনে গ্রেনেড হামলা, সাংবাদিকসহ আহত ১৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ০৮:৫০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরের অনন্তনাগে ডিসি অফিসের সামনে গ্রেনেড হামলা করা হয়েছে। গ্রেনেড বিস্ফোরণে ট্রাফিক পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এখন পর্যন্ত এই হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।

অনন্তনাগের পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, গতকাল শনিবার সকালে ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসের সামনে শক্তিশালী গ্রেনেড হামলা হয়।

অনন্তনাগের প্রশাসনিক ভবন থেকে জানানো হয়েছে, কঠোর নিরাপত্তাবলয়ে ডিসি অফিসের নিরাপত্তাচৌকির সামনে বেলা ১১টার দিকে সন্ত্রাসীরা এ গ্রেনেড হামলা চালায়।

তবে নির্দিষ্ট লক্ষ্যে গ্রেনেড নিক্ষেপ করতে ব্যর্থ হয়েছে সন্ত্রাসীরা। যে কারণে প্রশাসনিক ভবনের রাস্তার পাশেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়।

ইতিমধ্যে আহতদের ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল। বাকি একজনের অবস্থা ছাড়া না হলেও তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দ্বিতীয়বারের মতো গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করা হয়েছে প্রশাসনিক ভবন থেকে।

Bootstrap Image Preview