Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনের প্রতি ক্ষোভ বাড়ছেই হংকংয়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


চীনের প্রতি ক্ষোভ বাড়ছেই হংকংয়ের। সপ্তাহের শুরুতেই ফের রাস্তায় নেমেছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। নেমেই দাঙ্গা পুলিশ ও সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় জড়িয়েছেন।

তিন মাসের বেশি সময় চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার চীনের মূল ভূখণ্ডের সীমানায় তুয়েন মুন শহরে ব্যারিকেড গড়ে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ বিক্ষোভকারী।

সেই বিক্ষোভের জেরেই এবার চীনের পতাকায় কালি লাগিয়ে ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীদের একাংশ। হংকংয়ের 'শা তিন' নামক এলাকায় চীনবিরোধী বিক্ষোভকারীরা এ ঘটনা ঘটান বলে দাবি করেছে পুলিশ।

এ নিয়ে একটি ছবিও প্রকাশ করেছেন তারা। ছবিতে দেখা গেছে, নদীতে ভেসে যাচ্ছে চীনের পতাকা।

রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে হংকংয়ের দাঙ্গা দমনকারী পুলিশের অভিযোগ, আজ সোমবার শা তিন এলাকার একটি শপিংমলের চলমান সিঁড়ি আর কাচের প্যানেলে প্রথম হামলা চালান বিক্ষোভকারীরা।

বিক্ষোভ ঠেকাতে দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়েন তারা। এ সময় পুলিশের সামনেই চীনের পতাকায় কালি লেপে তা ছিঁড়ে ফেলেন একদল বিক্ষোভকারী। তার পর সেই ছেঁড়া পতাকা হাতে মিছিল করেন তারা।

মিছিল শেষে শা তিনের শিং মুন নদীতে সেই পতাকাটি ছুড়ে ফেলে বিক্ষোভকারীরা উল্লাস করেন বলে জানান হংকং পুলিশ।

একইভাবে কাওলুন অঞ্চলের একটি শপিংমলেও বিক্ষোভকারীরা হামলা চালান বলে জানায় পুলিশ। পরে পুলিশ গিয়ে ওই প্লাজাটি বন্ধ করে দেয়।

এদিকে বিক্ষোভকারী হংকং বিমানবন্দরে গিয়েও বিশৃঙ্খলা করেছে বলে জানায় হংকং পুলিশ।

আজ হংকং বিমানবন্দরের প্রধান লাউঞ্জের দখল নেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিমানবন্দর আসার গণপরিবহন ব্যবস্থা বন্ধ করে দেয় প্রশাসন।

Bootstrap Image Preview