Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের অর্থনীতি নাজেহাল, যাত্রী ছাড়াই উড়েছে ৪৬ বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৬-১৭ বর্ষে ইসলামাবাদ বিমানবন্দর থেকে যাত্রীবিহীন ৪৬টি ফ্লাইট চালিয়েছে বলে দেশটির এক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। 

যাত্রীবিহীন এসব ফ্লাইটের কারণে পাকিস্তানের এ রাষ্ট্রীয় ক্যারিয়ারটি ১৮ কোটির বেশি পাকিস্তানি রুপি লোকসান গুনেছে, শুক্রবার জানিয়েছে জিও নিউজ।

কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হওয়ার পরেও কোনো তদন্ত করা হয়নি। নিরীক্ষা প্রতিবেদনে যেটাকে অবহেলা বলে আখ্যায়িত করা হয়েছে। কেবল ৪৬টি বিমানই না, আরও ৩৬টি হজ ও ওমরাহযাত্রীবাহী বিমানকে কোনো যাত্রী ছাড়াই পরিবহন করতে হয়েছে।

এমন এক সময় এই খবর প্রকাশিত হয়েছে, যখন পাকিস্তানের অর্থনীতি খুবই নাজেহাল অবস্থায় রয়েছে। প্যারিসভিত্তিক অর্থপাচারবিরোধী সংস্থা ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কালোতালিকাভুক্ত হওয়ার আশঙ্কায়ও রয়েছে দক্ষিণ এশিয়ার মুসলমান অধ্যুষিত এই দেশটি।

Bootstrap Image Preview