Bootstrap Image Preview
ঢাকা, ২০ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৯ | ৪ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

‘দুনিয়া কাঁপানো’ ছবি তুলে বিতর্কে যুগল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview


পাহাড়ের ঠিক শেষ প্রান্তে, যেখানে নিচে অতল গহ্বর সেখানে বান্ধবীকে ঝোলানো অবস্থায় ছবি তুলে বিতর্কে পড়েছেন ভ্রমণ প্রিয় এক যুগল। বিপজ্জনক ছবি তোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সমালোচনা চলছে।

কয়েক দিন আগে কডি ওয়ার্কম্যান তার বান্ধবী কেলি ক্যাসটিলকে নিয়ে পেরুভিয়ান অ্যান্ডিসের লাগুনা হুমন্তে এলাকায় ছবিটি তোলেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এটিকে ‘দুনিয়া কাঁপানো’ ছবি আখ্যা দেন।

ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তারা লেখেন, ‘পৃথিবী তোমায় ডাকছে!’

বিতর্কের মুখে পড়ে দুজন আবার ছবির বিষয়ে সাফাই গাইছেন। তাদের দাবি, এটি কোনোভাবেই আত্মহত্যার জন্য প্ররোচনা নয়।

গতকাল তারা লিখেছেন, ‘উন্মুক্ত পৃথিবী ঘুরে দেখার অধিকার সবার আছে। আমরা এই বার্তা দিতে চেয়েছি।’

‘আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। ভালোবাসি ঘুরতে। এভাবেই জীবনটা কাটিয়ে দিতে চাই।’

মার্কিন যুগলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ঘুরে দেখা গেছে, তারা প্রায়ই ঘুরতে থাকেন। ভ্রমণের ছবিতেই সয়লাব তাদের অ্যাকাউন্ট।

Bootstrap Image Preview