Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গেল চাঁদে বিক্রম, বেতন কাটা হচ্ছে ইসরো’র বিজ্ঞানীদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চন্দ্রযান ২ নিয়ে গোটা দেশ ইসরো-এর পাশে থাকার কথা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্ত যখন গোটা দেশ ইসরোর এই চাঁদ অভিযানের প্রশংসায় পঞ্চমুখ, তখন চন্দ্রযান ২-এর এক মাসে কেন বেতন কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে ?

বেতন কাটার ঘটনাটিকে চোখে আঙুল দিয়ে সংসদে দেখিয়েছিল কংগ্রেস নেতা এমপি মোতিলাল ভোর ৷ এমনকী, রাজ্যসভাতেও বিজ্ঞানীদের বেতন কাটা নিয়ে প্রশ্ন উঠেছিল ?

একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চন্দ্রযান ২-এর ঠিক এক মাসে অর্থাৎ ১২ জুন সরকারের পক্ষ থেকে ইসরোর জন্য এক সার্কুলার তৈরি হয়৷

সরকারের পক্ষ থেকে আসা সার্কুলার অনুযায়ী, ইসরোর প্রায় ৯০ শতাংশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের মাসের বেতন থেকে প্রায় ১০ হাজার টাকা মতো কেটে নেওয়া হবে ৷

জানা গিয়েছে, এই নিয়ে মুখরও হয়েছিল ইসরোর বিজ্ঞানীদের একাংশ ৷ তাঁরা পরিষ্কার জানিয়ে ছিল এভাবে বেতন কাটা পড়লে, তাঁদের পক্ষে বেঁচে থাকা দুস্কর হবে ৷ কারণ, ইসরোর থেকে পাওয়া বেতনই তাঁদের একমাত্র সম্বল ৷

এমনকী, ইসরোর চেয়্যারম্যান কে শিভন জুলাই মাসের শেষের দিকে সরকারকে এক পিটিসনের মাধ্যমে জানিয়ে ছিলেন যে বেতন কাটার সিদ্ধান্তটি একটু পুর্নবিবেচনা করার জন্য ৷ সূত্র-জি নিউজ ১৮

Bootstrap Image Preview